বাস্তব জীবনে জানা অজানা কিছু তথ্য | Load24.GA
Buy this theme? Call now 01710441771

.26 April, 2018
বাস্তব জীবনে জানা অজানা কিছু তথ্য
★. আপনার বয়স যদি ৬০ বছর হয় তাহলে আপনি ১৯ বছর ৬ মাস ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন।

★. প্রত্যেক মানুষের মাথার গড় ওজন ৩ থেকে ৭ কেজি।

★. সূর্যের ভিতর এমন একটি গর্ত পাওয়া গেছে যেখানে কিনা কয়েকশো পৃথিবী মার্বেল এর মতো আনায়াসে চলে যাবে।

★. মঙ্গল গ্রহে চাঁদ ২ টি, তাই সেখানে এসিড বৃষ্টি হয়।

★. জেনে অবাক হবেন যে ৩ টি আপেলের চেয়ে একটি আমড়ার পুষ্টি গুন বেশি।

★. ৮৫ % মেয়ে ছেলের ধন সম্পদ দেখে প্রেমে পড়ে যায়।

০১. আপনার জানা আছে কি? মোবাইল ফোন চার্জ করার সময় Airplane mode বা Flight mode সেটিং করে দিলে তিন গুন কম সময়ে চার্জ হবে । .

০২. আপনি জানেন কি, পৃথিবীতে বেশির ভাগ মানুষের রক্তের গ্রুপ O+ এবং সবচেয়ে কম মানুষের রক্তের গ্রুপ AB- .

০৩.'হিরোইন' নামক নেশার দ্রব্যটি শুরুতে সর্দির ওষুধ হিসেবে ব্যবহৃত হতো । .

০৪. 1800 খ্রীষ্টাব্দ পর্যন্ত মানব সভ্যতা ক্যামেরায় যতো ছবি তুলেছে , আমরা এখন বিশ্ব জুড়ে প্রতি দুই মিনিটে তার চেয়ে বেশি ছবি তুলছি । .

০৫.পুরুষ এবং মহিলা উভয়েই সুন্দর দেহের চাইতে সুন্দর মুখের অধিকারীকে জীবন সঙ্গী হিসেবে বেশি পছন্দ করে । .

০৬. প্রতি সেকেন্ডে আমাদের চোখ প্রায় 40 টি স্থির চিত্র মস্তিষ্কে প্রেরণ করে । .

০৭.ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৭ হাজার রোগীর মৃত্যু হয় । .

০৮. যে বন্ধুত্ব ৭ বছর পার করেও টিকে থাকে, তা সারাজীবন টিকে থাকার সম্ভাবনা আছে । .

০৯. মানুষ সত্যি কথা বলার সময় হাত নারিয়ে কথা বলে। মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয় ভাবে স্থির থাকে । .

১১. কোনো নতুন অভ্যাস তৈরী হতে মানুষের সময় লাগে মাত্র ২১ দিন । .

১২. মেয়েরা অন্য মানুষের মুখ মনে রাখতে বেশি পারদর্শী, বিশেষ করে অন্য মেয়েদের মুখ ।

১৩. পরপর মোট 480 টি কলা খেলে, সে ব্যক্তি পটাশিয়ামের ওভার ডোজের কারণে মারা যাবে । .

১৪. Google প্রতি সেকেন্ডে.প্রায় 929+ ডলার আয় করছে ।বাংলাদেশী মুদ্রায় প্রায় 72,740+ টাকা প্রতি সেকেন্ডে । .

১৫. মঙ্গল গ্রহকে লাল দেখায়,কারণ এর.মাটি লোহার অক্সাইড (Fe2O3) দিয়ে তৈরি ।
কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ২৮,০০০ গুণ বেশি ।

প্রাণীদের মধ্যে বিড়ালই সবচেয়ে বেশি ঘুমায় (দৈনিক ১৮ঘন্টা) ।

একমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।

মাছি মিনিটে ৮ কিলোমিটার উড়তে পারে ।

পুরুষ ব্যাঙই বর্ষকালে ডাকে,আর তা শুনে কাছে আসে স্ত্রী ব্যাঙ ।

হামিং বার্ড পাখি পিছনের দিকে উড়তে পারে ।

গিরগিটি একই সময়ে তার চোখ দুটি দুই দিকেই নাড়তে পারে ।

টিকটিকি এক সঙ্গে ৩০টি ডিম পাড়ে ।

মাছ চোখ খোলা রেখে ঘুমায় ।

পিঁপড়াই একমাত্র প্রাণী যে কোনদিন ঘুমায় না।

সিডকা পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায় । তারপর মাটি থেকে বেড়িয়ে এসে চিৎকার করতে করতে ৩ দিনের মাথায় মারা যায় । 

সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়।

আপনি প্রতিদিন কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারেন।

আপনি ৮ বছর ৭ মাস ৬ দিন একটানা চিৎকার করলে যে পরিমান শক্তি খরচ হবে তা দিয়ে এক কাপ কফি অনায়েসে বানানো যাবে। 

একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ ঘুরে আসতে সময় নেয় ২২ সেকেন্ড।

অনেকের ধারণা শামুকের দাঁত নেই, অথচ একটা শামুকের ২৫ হাজার দাঁত থাকে।

বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে অথচ কুকুর পারে ১০ রকম। :

পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই পোকামাকড়।

একটি তেলাপোকা তার মাথা ছাড়া ৯ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর তারা সাধারণত খাদ্যাভাবে মারা যায়।
Comments Section